গোপালগঞ্জে ভ্যান থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯,৬:৪৬ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভ্যান থেকে পড়ে আব্দুল আলিম মোল্লা (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম মোল্লা কাশিয়াানী উপজেলার মহেশপুর গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ আলম জানান, সকালে কাজে যোগ দিতে একটি ভ্যানে করে জয়নগর থেকে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন আলিম মোল্লা। ভ্যানটি ভাটিয়াপড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে তাঁর গায়ে থাকা চাদর ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে ভ্যান থেকে ছিটকে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর আছড়ে পড়ে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে