[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গোপালগঞ্জে কলেজ অধ্যক্ষের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। এ হামলার ঘটনা ঘটে রোববার (২ মার্চ) রাতে কাশিয়ানীতে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম এশার নামাজ আদায় করতে কলেজ মসজিদে যাচ্ছিলেন।
মসজিদের কাছাকাছি পৌঁছালে মুখে কাপড় বাধা দুই যুবক চটের বস্তা দিয়ে অধ্যক্ষের মুখ আটকে বেধড়ক মারধর করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।