গোপালগঞ্জে আগুনে পুড়ে সাত গরুর প্রাণনাশ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৯,৮:৪৫ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত বুধবার দিবাগত রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে আগুনে পুড়ে ঘরসহ সাতটি গরু পুড়ে মারা গেছে। এতে মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন থেকে অন্য ঘরগুলো রক্ষা পায় এলাকাবাসীর চেষ্টায়।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার গোয়ালঘরে বুধবার দিবাগত (আনুমানিক রাত ১২টায়) গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে গেলে টিনের গোয়াল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে সাতটি গরু মারা যায়।

প্রতিবেশীরা জানায়, আগুনে পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার রহস্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এলাকাবাসী চেষ্টায় বাড়ির অন্যান্য ঘর রক্ষা পায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে