গৃহবধূকে ফেরি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ প্রকাশ

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০,৫:০১ অপরাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় গৃহবধূকে ফেরি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।

বিবৃতিতে তারা বলেন, অদ্য ৯ জুলাই, ২০২০ তারিখ বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়- মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ফেরি থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে । জানা যায়, গত ৭ জুলাই রাতে ঢাকা যাওয়ার উদ্দেশে ওই গৃহবধূ অপেক্ষা করছিল । গৃহবধূকে শিমুলীয়া ঘাটে দ্রুত পৌঁছে দেওয়ার কথা বলে ফেরি থেকে ফুসলিয়ে স্পিডবোটে তুলে পদ্মা নদীর চরের মধ্যে নামিয়ে ৩ বখাটে যুবক মাসুদ মোল্লা, মাহবুব মৃর্ধা, নুর মোহাম্মদ হাওলাদার  দলবেধে ধর্ষণ করে। পরবর্তীতে পুলিশ গৃহবধূকে উদ্ধার করেন।

বিবৃতিতে তারা আরো বলেন, এমতবস্থায় বাংলাদেশ মহিলা পরিষদ স্পিডবোটে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে।নৌ পরিবহনসহ সকল যাত্রী পরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণসহ অনুমোদনহীন নৌ চলাচল বন্ধের দাবি জানাচ্ছে। গৃহবধূকে গণধর্ষণের ঘটনায়  সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। নির্যাতণের শিকার গৃহবধূর সুচিকিতসাসহ তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকারের নিকট অনুরোধ জানাচ্ছে। একইসাথে সাথে নারী ও কন্যা  নির্যাতন প্রতিরোধ সকল সামাজিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে