[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া এলাকা থেকে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ওই এলাকার একটি বাঁশবাগান থেকে উদ্ধার করা হয় লাশটি।
শ্যামকুড় পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে নিহত শফিকুল ইসলাম । পেশায় তিনি গরু ব্যবসায়ী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, সকালে ডাকাতিয়া এলাকায় শফিকুল ইসলাম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন তাদের। পরে তাঁরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠান। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে,পুলিশ তা এখনো জানাতে পারেনি ।
স্থানীয়রা জানিয়েছেন, গরু ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে।