গুলশানে মেয়াদোত্তীর্ণ ৩৩ অক্সিজেন সিলিন্ডার জব্দ করেছে র‌্যাব

মঙ্গলবার, জুন ১৬, ২০২০,৪:২২ অপরাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান পরিচালনা করছে রাজধানীর গুলশানে অনুমোদনহীন অক্সিজেন সিলিন্ডার মজুত এবং বেশি দামে বিক্রির অভিযোগে সেখানকার একটি নার্সিংহোমে। অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ চিকিৎসা সামগ্রী ও ৩৩টি মেয়াদোত্তীর্ণ অক্সিজেন সিলিন্ডার জব্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে গুলশানের কাঁলাচাদপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করা হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু জীবন রক্ষাকারী মেডিকেল সামগ্রী উদ্ধার করা হয়। এগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ার পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল।

এ ঘটনায় একজনকে এক বছরের কারাদণ্ডসহ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে