[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সরকারের নির্দেশনার বাইরে কোনো কথায় কান না দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান। গতকাল জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিদর্শন ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দক্ষ নেতৃত্বের রোল মডেল। তাঁর হাত ধরেই বাঙালি জাতি এক ও অভিন্ন সত্তায় গড়ে উঠছে। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ক্ষমতায় থাকতে কোনো মানুষ অনাহারে থাকতে পারে না।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌর মেয়র মনির উদ্দিন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, কাউন্সিলর মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।