গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ,পাসের হার ৫৫ ভাগ

বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২,১১:৪০ অপরাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ফলাফল প্রকাশিত হয়েছে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার। এতে পাস করেছে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করা হয় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে। সমন্বিত ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান অনুষদে মোট আবেদন পড়ে এক লাখ ৬১ হাজার ৭৬৭ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৩ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী। এই ইউনিটে পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ। এ পরীক্ষায় সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে সর্বোচ্চ ৮৭ দশমিক ৫০ শতাংশ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছে।

ইমদাদুল হক আরো জানান, পরীক্ষায় ৮০ নম্বরের ওপর পেয়েছে ৫০ জন, ৭০ নম্বরের ওপর পেয়েছে এক হাজার ৬২১ জন, ৬০ নম্বরের ওপরে পেয়েছে ১০ হাজার ৩৪৬ জন, ৫০ নম্বরের ওপরে পেয়েছে ২৯ হাজার ২২২ জন, ৪০ নম্বরের ওপরে পেয়েছে ৫৪ হাজার ৯৭৩ জন আর পাস মার্ক ৩০-এর ওপরে পেয়েছে ৮৫ হাজার ৫৮২ জন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে