[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গতকাল ২৯ মে প্রকাশিত হলো গীতিকার শরীফুন নাহার ও শিলপী এরফান টিপুর সুরে আরো একটি নতুন মিউজিক ভিডিও ‘এই রং মাখা’। মিউজিক ভিডিওটিতে মডেলিং করেছে প্রশ্ন খান ও শাকিলা । চিত্রগ্রহন ও সম্পাদনায় ছিলেন এস কে হিরন।
ফোন আলাপে কথা বলে জানা যায়, নিয়মিত গান লিখে যাচ্ছেন গীতিকার শরীফুন নাহার। আসন্ন ঈদে শ্রোতাদের জন্য ” নীল আদর ” নামে বাজারে আসছে তার আরো একটি নতুন গানের অ্যালবাম। অ্যালবামটির বিষয়ে জানতে চাইলে তিনি মানব সংবাদকে বলেন, গানের মাধ্যমে শ্রোতামনে আনন্দ দেয়াই আমার ইচ্ছা। শ্রোতাদের কাছে কর্মের মাঝেই বেঁচে থাকতে চাই আমি । আমার গানে দেশের কথা, মানুষের কথা, দেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মানুষের প্রেম-ভালোবাসার চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করি। আর এই বিষয়বস্তুগুলোর উপর নির্ভর করেই গানগুলো তৈরি করে থাকি। শ্রোতারা যেরকম প্রাণবন্ত গান পছন্দ করে সেরকম গানের প্রতি বেশি গুরুত্ব দেই আমি। শ্রোতাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা করি নতুন অ্যালবামের গানগুলো শুনে শ্রোতারা মুগ্ধ হবে।মিউজিক ভিডিওটি তার ইউটিউব চ্যানেল এসএন এন্টারটেনমেন্টে প্রকাশ করা হয়। গানটি দেখতে পারেন এইখানে