[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গানম্যান কিশোর কুমার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান। মন্ত্রী গতকাল এক বিবৃতিতে একথা জানান।
বিবৃতিতে মন্ত্রী বলেন, গানম্যান কিশোর গত তিনদিন যাবত ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কৃত অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।
ইতোমধ্যে জনগণের সহায়তায় পুলিশ কিশোরকে অস্ত্রসহ গাজীপুর জেলার সীমানা থেকে গ্রেফতার করায় মন্ত্রী পুলিশবাহিনী এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান।
মন্ত্রী নিহত মোঃ শহিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।