[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
একটি যাত্রীবাহী বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছেন গাজীপুরের কালিয়াকৈর। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মৌচাক এলাকার গাজীপুর-চন্দ্রা মহাসড়কে ওই এলাকায়। নিহতরা হলেন উপজেলার বোডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও তাদের মেয়ে আরবী (৯ মাস)।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঢাকার দিকে যাচ্ছিল কালিয়াকৈর থেকে ছেড়ে আসা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় বাসটি গাজীপুর-চন্দ্রা মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তাঁর মেয়ে আরবী ঘটনাস্থলেই নিহত হন।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খবর পেয়ে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।