গাজীপুর মহানগরীতে দীপ-এর নেতৃত্বে বিজয় র‍্যালি

বুধবার, ডিসেম্বর ১৬, ২০২০,১১:৫৩ অপরাহ্ণ
0
190

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজহারুল ইসলাম জনি (গাজীপুর): আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর গাছা থানার আওতাধীন বোর্ডবাজারে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সফল সাধারন সম্পাদক ও গাজীপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম দীপ-এর নেতৃত্বে এক বিশাল বিজয় র‍্যালির আয়োজন করা হয়।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন গাছা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা মোঃসারয়ার হোসেন সরকার, মোঃ রিপন সরকার, ফরহাদ হোসেন, আশরাফুল হাবীব, মুন্না হোসাইন, শুভ সরকার, জহির রায়হানসহ আরো অনেক যুবলীগ নেতারা।

বিজয় দিবসের র‍্যালিটি বোর্ডবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শুরু করে আই ইউ টি গেটের সামনে দিয়ে আলহেরা পাম্পের উত্তর পাশে এসে শেষ হয়। এর পরপরই একটি  আলোচনা সভার আয়োজন করা হয়। পরবর্তীতে আলোচনা সভার মধ্য দিয়েই মহান বিজয় দিবসের অনুষ্ঠানটি শেষ হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে