গাজীপুর টঙ্গীর মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা রেজাউল করিম বহিষ্কার

বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১,৭:১৩ অপরাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজহারুল ইসলাম জনি (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীর হিমারদিঘী কেরানিরটেক বস্তি এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে ছাত্রলীগ হতে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রেজাউল করিমকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
নির্দেশক্রমে- বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
রেজাউল করিম,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও টঙ্গী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন।  

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে টঙ্গী থেকে মাদক ও চাঁদাবাজি মামলায়  গ্রেপ্তার করে পুলিশ ।
জিএমপি পুলিশের উপ-কমিশনার জানান, বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ ইয়াবা কারবারি কোটিপতির তালিকায় যাওয়া আলোচিত ছাত্রলীগ নেতাকে গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ড দাবি করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,
 শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও টঙ্গী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

উল্লেখ্য, কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারিদের হাতে পৌঁছে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘির এলাকার মো. হোসেন আলীর ছেলে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে