[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (গাজীপুর) : গত মঙ্গলবার (২৩ মার্চ) রাতে কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা ভাঙ্গা মসজিদ সরকারবাড়ী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা ভাঙ্গা মসজিদ এলাকায় ফোনে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার দুইজনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন, প্রেমিক সাগর হোসেনের বাবা মুন্না মিয়া (৪৫), প্রেমিক সাগরের সহযোগী মামুন (২০) । তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায়।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই কিশোরী স্থানীয় এক পোশাক তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী।
গত ছয় মাস আগে স্থানীয় পোশাক কারখানার শ্রমিক সাগরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এ সম্পর্কের সূত্রে গত মঙ্গলবার রাতে ১০টার দিকে সাগর ওই কিশোরীকে মোবাইল ফোনে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায়।
সেখান থেকে সাগর তার সহযোগী মামুনসহ ওই কিশোরীকে জোর করে ধরে পাশের এক কাঠ বাগানে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনার পর সাগরের বাবা মুন্না মিয়া তার ছেলেকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
বুধবার বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর পর পুলিশ প্রেমিক সাগরের বাবা মুন্না মিয়া ও মামুন নামের এক যুবককে আটক করে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।