[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গাজীপুরের কালিয়াকৈরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণচেষ্টার অভিযোগে। কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার রাতে উপজেলার রতনপুর থেকে। গ্রেপ্তার সায়েম মিয়া (২৫) রতনপুরের সানোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে নিজ বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সায়েম। শিশুটি রতনপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সায়েম পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন দুপুরে শিশুটির মা কালিয়াকৈর থানায় মামলা করেন। সায়েম মিয়াকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান, মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রনি কুমার সাহা।