গাজীপুরে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯,৪:৫১ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণচেষ্টার অভিযোগে। কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার রাতে উপজেলার রতনপুর থেকে। গ্রেপ্তার সায়েম মিয়া (২৫) রতনপুরের সানোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে টিভিতে কার্টুন দেখানোর কথা বলে নিজ বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সায়েম। শিশুটি রতনপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সায়েম পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন দুপুরে শিশুটির মা কালিয়াকৈর থানায় মামলা করেন। সায়েম মিয়াকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান, মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রনি কুমার সাহা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে