[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (গাজীপুর): আজ বিকেল আনুমানিক ৪ টার দিকে অটোরিকশা ও ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে ভোগরা বাইপাস চৌরাস্তা এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ৩জন নিহত এবং ১জন গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে ঘটনাটি পুলিশকে জানানো হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌছে।
পুলিশ এসে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ৩জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে। আহত ব্যাক্তিকে সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান ভোগরা বাইপাস টাংগাইল মহাসড়ক থেকে বাইপাস চৌরাস্তার দিকে দ্রুত গতিতে বেপরোয়া ভাবে ধেয়ে আসা ট্রাকটি উল্টো দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের জন্যেই এই দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার এবং হেলপার কাউকেই খুঁজে পাওয়া যায়নি।