গাজীপুরে পিকআপ-ট্রেন সংঘর্ষে ব্যাবসায়ীসহ নিহত ৩

শনিবার, মে ২১, ২০২২,১০:৪৩ অপরাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজহারুল ইসলাম জনি (নিজস্ব প্রতিবেদক) : গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় তালবোঝাই পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপ চালক গাজীপুরের পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার মো. রাফির ছেলে জাকির (২২), চালকের সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়ণগঞ্জের বাসিন্দা মো. মহসিন মিয়া (৫০)।

শনিবার সকালে পূবাইলের বড়কয়ের এলাকা থেকে কাঁচা তাল কিনে পিকআপ ভ্যানে করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নলছাটা-নাগরী সড়ক দিয়ে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কে থাকা অরক্ষিত নলছাটা রেলক্রসিং পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে চেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি, রেলক্রসিং থাকা পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ছিটকে গিয়ে পাশের একটি খাদে পড়ে। বাকি অংশ ট্রেনের নিচে আটকে যায়। এতে পিকআপ ভ্যানের চালক, সহকারী এবং তাল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

এই বিষয়ে, নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে