[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গাজীপুরে পরিবেশ দূষণের অভিযোগে ৪টি কারখানাকে জরিমানা এবং ৪টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ অক্টোবর) সকালে টঙ্গীর বিসিক এলাকায় এ অভিযান চালানো হয় পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এসফোর্সমেন্ট শাখার পরিচালক রুবিনা ফেরদৌসী নেতৃত্বে।
পরিবেশ অধিদফতর জানায়, দূষিত বর্জ্য নির্গমনে পরিবেশ দূষণের অভিযোগে ওই এলাকার মদিনা ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেডসহ ৪টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।পাশাপাশি পরিবেশ দূষণের অভিযোগে রাসিক টেক্সটাইল মিল ও আশা নিটিং ইন্ডাস্ট্রিজসহ ৪টি কারখানাকে মোট ৬৪ লাখ ৪৫ হাজার ৪২৫ টাকা জরিমানা করা হয়।