[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গাজীপুরে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়েছে দেশীয় অস্ত্রসহ। এসময় উদ্ধার করা হয় একটি কাভার্ড ভ্যান ও লুট করা মালামাল। র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার রাতে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেইট এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে চালককে গাছের সঙ্গে বেঁধে মালামাল লুট করছে এমন খবরে অভিযান চালানো হয়।
এ সময় রাজু, আরিফ, আল-আমিন, সজিব, জাকির, সোহাগ ও শাকিল নামে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে রাম দা, চাপাতি ও মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় কাভার্ড ভ্যান চালককে।