গাজীপুরে ছেলেধরা সন্দেহে ১ নারীকে গণপিটুনি

শনিবার, জুলাই ২০, ২০১৯,৮:৫২ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে এক নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গুরুতর আহত ওই নারীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের দাবি, গণপিটুনির শিকার ওই নারী মানসিক ভারসাম্যহীন। আহত ওই নারীর নাম মমতাজ খাতুন। তিনি নেত্রকোনার আবদুল আলীমের স্ত্রী দুর্গাপুর এলাকার ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তায় ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে  তাকে আটক করে স্থানীয়রা। পরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে  সোপর্দ করা হয় পুলিশে। আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ মমতাজ খাতুনকে  ভর্তি করে হাসপাতালে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, গণপিটুনির শিকার ওই নারীর শরীরে ফোলা জখম রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে