[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে গতকাল আনুমানিক রাত ১২টার দিকে আগুন লাগে। আগুনে পুড়ে গেছে বাজারের ছয়টি দোকান।
গতকাল বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কাওরাইদ এলাকার বাসিন্দা রাহাত আকন্দ বলেন, কাওরাইদ বাজার এলাকায় রেল সড়কের পূর্ব পাশে নুরুল ইসলাম মেম্বারের বেশ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে।
এর মধ্যে আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান। দোকান গুলো ছিল আসবাবপত্রের। এসব দোকানে আসবাবপত্র বিক্রি হতো। তবে কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, গতকাল রাত ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। মধ্যরাতে দোকানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনে প্রাথমিকভাবে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।