[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (গাজীপুর) : বৃহস্পতিবার (২৫ মার্চ) গাজীপুরের কালীগঞ্জে মাজেদুল হক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকের গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার রান্না ঘর থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার মাজেদুল কালীগঞ্জ উপজেলার মূলগাঁও (বালুঘাট) গ্রামের মাহমুদুল হকের ছেলে। তিনি মহাখালী-কালীগঞ্জ-বি বাড়ীয়া সড়কে উত্তরা পরিবহনের একটি বাসের চালক।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাজেদুলের বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় মাজেদুলকে।
পরে তার তথ্য অনুযায়ী রান্না ঘর থেকে পাঁচ কেজি করে দুই পুটলিতে মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । শুক্রবার (২৬ মার্চ) সকালে কারাগারে পাঠানো হবে। তিনি আরো জানান, এর আগেও মাজেদুল কিশোরগঞ্জের ভৈরবে একশ কেজি গাঁজাসহ র্যাবের হাতে ধরা পড়েছে।