গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮ হাজার ৯৩০ জনের ভ্যাকসিন গ্রহণ

সোমবার, মে ১৭, ২০২১,১০:৫৮ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৪৮ হাজার ৯৩০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের সবাই দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন। এদের মধ্যে ৩০ হাজার ৬৩৫ জন পুরুষ এবং ১৮ হাজার ২৯৫ জন মহিলা।

এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৯৫ লাখ ১৯ হাজার ৯৯৫ জন। এদের মধ্যে প্রথম ডোজে ৩৬ লাখ ৮ হাজার ৯৭৯ জন পুরুষ এবং ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ২৩ লাখ ৭৮ হাজার ৬৭৫ জন পুরুষ এবং ১৩ লাখ ২১ হাজার ৪০৮ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৬ মে ২০২১ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে