[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২ লাখ ৩৩ হাজার ৭৭৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজে ১২ হাজার ১৫৭ জন এবং দ্বিতীয় ডোজে ২ লাখ ২১ হাজার ৬১৬ জন ভ্যাকসিন গ্রহণ করেন। প্রথম ডোজে ৭ হাজার ৬৬৬ জন পুরুষ এবং ৪ হাজার ৪৯১ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন পুরুষ এবং ৭৮ হাজার ৩১৩ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।
এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৬৮ লাখ ৫০ হাজার ৮০৯ জন। এদের মধ্যে প্রথম ডোজে ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ৭ লাখ ৮০ হাজার ৭৫৯ জন পুরুষ এবং ৩ লাখ ৭১ হাজার ৮ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৭ এপ্রিল ২০২১ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।