[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১২৭। এছাড়া আরও ৪১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,১৮৬। এছাড়া গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকার।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।
ব্রিফিংয়ে ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সাত মৃত্যুর সাতজনই ঢাকার।
ব্রিফিংয়ে বলা হয়, নতুন সাতজন নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১২৭ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ঢাকা এবং ঢাকার বাইরে মোট ২১টি প্রতিষ্ঠান সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯২১টি এবং পরীক্ষা করা হয়েছে ৩৪১৬টির। দেশে এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি।
এছাড়া করোনায় আক্রান্তদের মধ্যে ৮৫.২৬ শতাংশই ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের বলে জানান তিনি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন মহিলা রয়েছেন। এই সাতজনের মধ্যে সকলেই ঢাকার মধ্যে।