[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, গণস্বাস্থ্যকেন্দ্র কর্তৃক উদ্ভাবিত করোনা সনাক্তকরন কিট ব্যবহার ও সরবরাহ নিয়ে ডাঃ জাফরুল্লার গণস্বাস্থ্যকেন্দ্রের সাথে যে জটিলতা সৃষ্ট হয়েছে তা নিরসনে সরকার ও গণস্বাস্থ্য কতৃপক্ষ উভয়কে এর বৈধ বৈজ্ঞানিক বিধি রক্ষার্থে যে ৭টি প্রতিষ্ঠান এর সংগে সংশ্লিষ্ট তাদের যে কোন একটির মাধ্যমে ‘পিয়ার রিভিউ’ পরিক্ষার ব্যবস্থা করা;এক্ষেত্রে ‘বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালইয়ের কোন বৈজ্ঞানিক প্যানেলের সহযোগিতা নেওয়া যেতে পারে, তাদের প্রত্যায়নে উল্লেখিত কিটটির উপযোগিতা যাচাই প্রমানিত হলে সরকার তা জনস্বার্থে প্রয়োগের অনুমতি দিতে পারে।
বিবৃতিতে বলা হয়, যে কোন বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের ব্যবহার উপযোগী করার জন্য বৈজ্ঞানিক সাবধানতা যেমন কাম্য, তেমনি কোন ধরণের জটিলতায় এই সংকটের সময় তার বৈজ্ঞানিক সম্ভাবনা বন্ধ হোক এটা কাম্য নয়।
গতকাল ২৬এপ্রিল রাতে এক ভিডিও কনফারেন্সে কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি দেশের কভিড-১৯ সৃষ্টপরিস্থিতির রিপোর্ট তুলে ধরেন; আলোচনায় অংশ নেন কমরেড আনিসুর রহমান মল্লিক,কমরেড সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমেদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড এ্যড. মোস্তফা লুৎফুল্লা এম পি, কমরেড হাজি বশিরুল আলম ,কমরেড নজরুল ইসলাম হাক্কানী, কমরেড নজরুল হক নীলু প্রমুখ।