খ্যাতনামা সুরস্রষ্টা সেলিম আশরাফ আর নেই

সোমবার, মার্চ ২, ২০২০,৫:১৩ পূর্বাহ্ণ
0
54

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

খ্যাতনামা সুরস্রষ্টা সেলিম আশরাফ ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার (১ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেলিম আশরাফের স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। তাতে লিখেছেন, ‘অদির বাবা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।’

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’, ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেতো’-এমন অনেক জনপ্রিয় গানে সুর দিয়েছেন সেলিম আশরাফ। চার বছর ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পাশে দাঁড়ান। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে শ্রীরাম মেডিক্যাল সেন্টারে ১৩ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন এই সুরস্রষ্টা। তখন খানিক সুস্থতাবোধ করলেও কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

চলতি বছরের শুরুর দিকে তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও। কিন্তু সবকিছুকে ব্যর্থ হওয়ায় মৃত্যুকেই বরণ করতে হলো এই জনপ্রিয় সুরকারকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে