[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে গেছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। এতে করে হাওরে বিপুল বেগে পানি প্রবেশ করছে। শনিবার সন্ধ্যায় এই বাঁধ ভেঙে যায়।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, শুক্রবার খোয়াই নদীর পানি ছিল ৫ দশমিক ৪ মিটার।
কিন্তু ভারতের ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হওয়ায় খোয়াই নদীতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে শনিবার তা ৮ মিটারে উন্নীত হয়। সন্ধ্যায় গোপালপুর এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় হাওরে পানি প্রবেশ করছে। তবে শহরের নিম্ন এলাকায় এই বাঁধ ভাঙায় শহরের প্রতিরক্ষা বাঁধ হুমকি থেকে রক্ষা পেয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা সুরত আলী জানান, খোয়াই নদীর বাঁধ ভাঙায় হাওরে পানি বৃদ্ধির পাশাপাশি অনেক বাড়ি-ঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।