[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আগামী ২৫ জুন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার করোনার এই দুঃসময়ে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর।
মঙ্গলবার (৯ জুন) এক ঘোষণায় এমনটা জানিয়েছে আইফেল টাওয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা পরিস্থিতিতে ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকার ঘটনা ঘটল বিশ্বখ্যাত টাওয়ারটি।
রয়টার্স জানায়, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিলেও টাওয়ারের প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে থাকবে কিছু বিধিনিষেধ। ১১ বছর ও বেশি বয়স্কদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ফেসমাস্ক পরে প্রবেশ করতে হবে।
এছাড়া আগামী মাসের ৬ তারিখ থেকে লুভর জাদুঘরও খুলে দেয়ার কথা রয়েছে।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় নিশ্চিত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৩১৩ জন। মারা গেছেন ২৯ হাজার ২১২ জন।