খুলশী চাইল্ড গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা সম্পন্ন

রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩,৪:১৭ অপরাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

খুলশী চাইল্ড গ্রামার কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’২০২৩ জালালাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির  লিঃ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

স্কুলের পরিচালক লায়ন মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে,  অধ্যক্ষ লায়ন লুভনা হুমায়ুন সুমির সার্বিক তত্তাবধানে ও লিপি হায়দারের সঞ্চালনায়  উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর  পিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফখরুদ্দিন চৌধুরী,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান নুরুল বশর ভূঞাঁ সুজন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মোঃ কবিরুল ইসলাম,দৈনিক সকালের চট্টগ্রামের নির্বাহী সম্পাদক  মাহতাব উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন,অধ্যক্ষ জনাব নুরুল আবসার, অধ্যক্ষ  এম,এ মতিন, ডাঃ কাজী মোঃ শফিকুর রহমান, লায়ন আবিদা সুলতানা।

এই সময় বক্তারা বলেন,  খেলাধুলা মাধ্যমে শিশুদের মেধার বিকাশ এবং চারিত্রিক গঠন সম্ভব। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধূলা প্রতি গুরুত্ব আরোপ করার বক্তরা  আহবান জানান। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ আনোয়ার উল্ল্যা।

সবশেষে স্কুলের খুদে  ছাত্র ছাত্রীদের অংশ  গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে