[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনার সাধারণ শিক্ষার্থী বৃন্দ।
খুলনার সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে খুলনা শিববাড়ীমোড় চত্বরে সকাল ১১ টায় মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার মাধ্যমে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে শিক্ষার্থী ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও তাদের উপযুক্ত শাস্তি দাবি করা হয়।