[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
খুলনায় র্যাবের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত বিকাশ কুমার দে মাদক ব্যবসায়ী এবং র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া এলাকায়।
র্যাব জানায়, আমাদের অভিযান চালানো হয় মাদক ব্যবসায়ীদের অবস্থান জানতে পেরে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বিকাশ কুমার দেকে উদ্ধার করা হয়। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার করা হয়েছে। নিহত বিকাশের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলেও র্যাব জানায়।