খুলনায় অতিরিক্ত মদ্যপানে দুই ভাইসহ নিহত ৫

বুধবার, অক্টোবর ৯, ২০১৯,৯:১৭ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় পূজার অনুষ্ঠান উপলক্ষে মদ্যপানে দুই ভাইসহ ৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মঙ্গলবার গভীর রাতে মারা যান। অন্য চারজন বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান।

নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্র‌সেন‌জিৎ দাস (২৯), তার আপন ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার প‌রিমল।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর ও ডা. ওমর ফারুক। চিকিৎসকরা জানান, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে