খুচরা পর্যায়ে আলুর কেজি ৩৫ টাকা পুনর্নির্ধারণ, কাল থেকে কার্যকর

মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২০,৭:৪২ অপরাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আলুর মূল্য খুচরা পর্যায়ে প্রতিকেজি সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণ হয়েছে। এই মূল্য আগামীকাল বুধবার (২১ অক্টোবর) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে আলুর এই দাম পুনর্নির্ধারণ করা হয় রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে। 

বৈঠকে প্রথমে আলুর কেজিপ্রতি মূল্য খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। তবে বাজার কমিটি এতে ভেটো দিলে প্রস্তাবটি নাকচ হয়।পরবর্তীতে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং হিমাগারে ২৭ টাকা দাম প্রস্তাবিত হলে সেটি গৃহীত হয়।  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে