খিলগাঁওয়ে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একব্যক্তি নিহত

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯,৭:২১ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর খিলগাঁও থানাধীন নাগদাড় পাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদ (৩৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এ কে আজাদ জানান, এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বুধবার দিবাগত রাতে নাগদাড় পাড় এলাকার বাসস্ট্যান্ডের পাশে।

তিনি আরো বলেন, গতকাল দিবাগত রাত ২টার দিকে নাগদাড় পাড় এলাকার বাসস্ট্যান্ডের পাশে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত হন তৌহিদ। এ ঘটনায় তৌহিদের বুকে ও পিঠে গুলি লেগেছে।

বৃহস্পতিবার ভোরের দিকে খিলগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ডিবি পুলিশ মরদেহ থানায় হস্তান্তর করেছে। কী কারণে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে সে সম্পর্কে জানা যায়নি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে