[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। এই অবস্থায় তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বেগম জিয়ার উন্নত চিকিৎসার লক্ষ্যে সরকারের নিকট অনতিবিলম্বে তার মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। একইসাথে তার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।