খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯,৯:৩০ পূর্বাহ্ণ
0
119

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির নেতাকর্মীরা কুড়িগ্রাম শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় জড়ো হন। এসময় ব্যানার হাতে মিছিল বের করতে চাইলে পুলিশি বাধার অভিযোগ উঠে। এ অবস্থায় সেখানে দাঁড়িয়েই বিভিন্ন শ্লোগান দেন তারা।

সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। কিন্তু মিছিলটি খামারখালী এলাকায় পৌঁছালে পুলিশের বাধা দেয়ার অভিযোগ উঠে। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করা হয়। এছাড়া খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে