খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারাদেশে বিএনপির দোয়া ও প্রার্থনা

শুক্রবার, মে ৭, ২০২১,২:০৩ অপরাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপি আজ শুক্রবার (০৭ মে) বাদ জুমা সারা দেশের মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা করবে করোনা আক্রান্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে।

তিনি বলেন, শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারা দেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয় যেগুলো আছে অন্যান্য ধর্মের, সেগুলোয় আমাদের সব ইউনিট খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান ও প্রার্থনা করবেন।

গত ১১ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে খালেদা জিয়ার। দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ রিপোর্ট আসে বিএনপি নেত্রীর। শ্বাসকষ্ট ও করোনা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় তিনি এখন এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে