খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি হামলার শুনানি ১৭ জুন

বৃহস্পতিবার, মে ২৩, ২০১৯,৬:৪৩ পূর্বাহ্ণ
0
494

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি মানহানি মামলার শুনানির তারিখ ১৭ জুন আদালত নির্ধারণ করেছেন । মামলা দুটিতে জামিন চেয়ে হাইকোর্টে করা খালেদা জিয়ার একটি আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন । রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান (এফ আর) খান। 

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালত মামলা দুটি বিচারাধীন। এ মামলায় গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই আদেশ এখনো কার্যকর হয়নি বলে জানা গেছে। 

এ অবস্থায় ওই দুই মামলায় গতকাল খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন উপস্থাপন করা হয়। তবে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করে বলেন, ‘অ্যাটর্নি জেনারেল ব্যস্ত রয়েছেন। তিনি শুনানি করবেন এ মামলায় । এ জন্য দরকার সময় । আদালত আগামী ১৭ জুন দুপুর ২টায় পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে