খালেদা জিয়ার বন্দিত্ব নিয়ে ইইউর উদ্বেগ

মঙ্গলবার, জুন ১১, ২০১৯,৫:৫৮ পূর্বাহ্ণ
0
58

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বন্দিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সফররত ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এমন গিলমোর সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই উদ্বেগের কথা জানান। 

গিলমোর বলেন, আমাদের উদ্বেগ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তিনি (খালেদা জিয়া) একজন বয়ঃবৃদ্ধ নারী। তার শারীরিক অবস্থাও ভালো নয়, এক্ষেত্রে মানবিকতার একটি বিষয় আছে। খালেদা জিয়ার বন্দিত্বের ক্ষেত্রে আদালতের পদক্ষেপ ঠিক না ভুল-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে ইইউ দূত বলেন, আমরা যখন দেখি কোনো দেশের প্রধান বিরোধী দলের নেতা কারাগারে, তখন তা প্রশ্নের উদ্রেক ঘটায়। 

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে সে বিষয়টিও তুলেছেন জানিয়ে গিলমোর বলেন, ইউরোপের বিশেষজ্ঞরা যে সুপারিশগুলো করেছিল, তার জবাব শিগগিরই দেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে