[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে আদালত চত্বরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষের আইনজীবীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তাঁরা।
সাবেক সংসদ সদস্য ও আইনজীবী নীলুফা ইয়াসমিন মনি আদালত চত্বরে মিছিলে বিএনপিপন্থী আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন। বিচারের নামে টালবাহানা চলবে না, খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, জেলের তালা ভাঙবো খালেদা জিয়াকে আনবো- এসব স্লোগান দিচ্ছেন তাঁরা।
অন্যদিকে, আওয়ামীপন্থীরা স্লোগান দিচ্ছেন আদালতে বিশৃঙ্খলা চলবে না, বহিরাগতদের আদালতে ঢুকতে দেয়া হবে না, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, বহিরাগতদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আদালত চত্বরে বিশৃঙ্খলা মানি না মানবো না। আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে সিঁড়িতে মিছিল করতে দেখা গেছে তাঁদেরকে।
এদিকে, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনের বিষয়ে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে শুনানি শুরু হয়েছে। এর আগে এ মামলার শুনানিতে এজলাসে আইনজীবীর উপস্থিতি সীমিত করেন প্রধান বিচারপতি। শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের ৩০ জন করে আইনজীবীর উপস্থিতিকে মেনে নিতে হচ্ছে তাঁদেরকে। গতকাল বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ মেডিক্যাল রিপোর্টটি গ্রহণ করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। আপিল বিভাগের নির্দেশে এই প্রতিবেদন পাঠায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে এই মেডিক্যাল রিপোর্ট উপস্থাপন করা হবে।