[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলকে দুই ম্যাচের বেশি পাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে সিমন্স ও উইলিয়ামসও গেইলের মতো শুরুর কয়টি ম্যাচে থাকবেন না। এসব ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের টেকনিক্যাল ডিরেক্টর জালাল ইউনুস বলেন, ‘গেইল আসবে শেষের দিকে, দুইটা ম্যাচের বেশি (পাওয়া যাবে) না।’
এছাড়া শুরুর কয়েকটি ম্যাচে সিমন্স ও উইলিয়ামসের না থাকার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমাদের সাথে অভিজ্ঞ বোলার রুবেল আছে, মুক্তার আলী আছে। কেসরিক উইলিয়ামসকেও নিয়েছি, যদিও সে প্রথম দিকে থাকবে না। লেন্ডল সিমন্সও শুরুতে থাকবে না। অবশ্যই এটা আমাদের জন্য চিন্তার বিষয়।’