কোলাগাঁও ইউনিয়নে যুবলীগের কর্মসভায় ওয়ার্ড কমিটি গঠিত

সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০,১০:৩৭ পূর্বাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কোলাগাঁও ইউনিয়নের যুবলীগের কর্মসভায় গতকাল বিকালে চাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মাহবুবুল হক চৌধুরী সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমরান উদ্দিন বশীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার লিটন নাথ, আওয়ামীলীগ নেতা তপন চৌধুরী, মো. হারু, হাজী ওসমান গণি, খলিল আহমদ, রফিক হাজী, মো. শফি, উপজেলা যুবলীগের সদস্য মো. ফোরকান, দিদারুল আলম, সৈয়দ জাবেদ সরোয়ার, হারুন মাস্টার, শীতল তালূকদার, ইয়ার মোহাম্মদ, রবিউল আলম ছোটন, নাজিম উদ্দিন, মফিজুর আলম, ইউনিয়ন যুবলীগ নেতা মো. দিদারুল আলম, মো. নাজিম, শহীদুল ইসলাম, মো. রাসেল, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার দিদার, মো. মনির, আবদুল মাবুদ, উপজেলা ছাত্রলীগ নেতা যথাক্রমে মঞ্জুরুল ইসলাম, মো. নাছির, হাদী মো. শাহ জামীর, জাহাঙ্গীর আলম, মো. ইছমাইল প্রমুখ।

সভায় বক্তারা বলেন হুইপ সামশুল হক চৌধুরী পটিয়া উপজেলা আধুনিক উপজেলা হিসেবে গঠন করার লক্ষ্যে যে পরিকল্পনা গ্রহণ করেছেন তাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।

সভাশেষে মো. ইউসুফ আলীকে সভাপতি, মো. জাহাঙ্গীর সওদাগরকে সাধারণ সম্পাদক ও মো. লোকমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪নং ওয়ার্ড, মো. তৌহিদুল ইসলামকে সভাপতি মো. নুরুল ইসলামম টিপুকে সাধারণ সম্পাদক এবং মো. ইউনুস ও আলী আহমদ সাগরকে সাংগঠনিক সম্পাদক করে ৫নং ওয়ার্ড ও স্বরূপ চৌধুরী সবুজকে সভাপতি, মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও দেবু চৌধুরী, হৃদয় বিশ্বাস, শাহাদাত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে