[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আবদুর রহমান (৭) নামের এক শিশুর। এ ঘটনা ঘটে আজ সোমবার দুপুর আড়ইটার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডে। নিহত শিশু আবদুর রহমান আপিল উদ্দিন ব্যাপারিবাড়ির সালাউদ্দিনের ছেলে। সে বসুরহাট মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র। তিন বোন এক ভাইয়ের মধ্যে সকলের ছোট সে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহমান মাদ্রাসা থেকে আসার পর সোমবার দুপুরে খেলেতে খেলেতে এক পর্যায়ে পড়ে যায় বাড়ির পাশের পুকুরে । স্বজনেরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে বিভিন্ন স্থানে । এর এক পর্যায়ে পুকুরের মধ্যে ভাসমান আবদুরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার ।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনজার্চ (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় হস্তান্তর করা হয়েছে শিশুর লাশ ।