কোপার ফাইনালে ব্রাজিল

মঙ্গলবার, জুলাই ৬, ২০২১,২:১২ অপরাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল কোপার সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে সহজে হারিয়ে। ফাইনালে আর্জেন্টিনা কিংবা কলম্বিয়া তাদের প্রতিপক্ষ হতে পারে। কাল ভোরেই সেটা নির্ধারিত হয়ে যাবে। আজকের ম্যাচের গোলটি করেছেন লুকাস পাকেতা। আর বলটি সাজিয়ে দেন নেইমার।

ব্রাজিলের হাতে প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। তাও গোল আসতে তুলনামূলকভাবে দেরি হয়েছে। ৩৫ মিনিটে পেরুর রক্ষণ ভেঙে ডিবক্সের বাঁ দিকে বিপজ্জনকভাবে ঢুকে যান নেইমার। তিনজন ডিফেন্ডার চেষ্টা করেও নেইমারের পা থেকে বল কেড়ে নিতে পারেননি। উল্টো নেইমার কাটব্যাক করে বল পাঠিয়ে দেন মাঝখানে অপেক্ষা করতে থাকা মিডফিল্ডার পাকেতার দিকে। এর আগেই নেইমারের দিকে এগিয়ে যান গোলকিপার পেদ্রো গালেসে। সহজেই ফাঁকা গোলপোস্টে বল ঠেলে দেন পাকেতা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে