কোনো তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া দেখাবেন না: প্রধানমন্ত্রী

বুধবার, জানুয়ারি ৮, ২০২০,৯:১৮ পূর্বাহ্ণ
0
23
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মানুষ বহুমুখী সেবা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নানা অগ্রগতিতে দেশ আজ সত্যিই ডিজিটাল বাংলাদেশ।

এ সময় তিনি বলেন, গুজবে কান দেবেন না। যেকোনো বিষয়ে সঠিক তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া না জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুরা যাতে আসক্তিতে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকাতে হবে। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে রপ্তানি বাড়াতে ও দক্ষ উদ্যোক্তা তৈরি করতে পোশাক খাতের পর প্রযুক্তিখাতকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠান থেকে সরকারি সব সেবা সংবলিত মোবাইল অ্যাপ ‘মাই গভ’ বা ‘আমার সরকার’-র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অ্যাপ থেকে সরকারি ১৭২টি সেবা গ্রহণ করা যাবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে