[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধদের মধ্যে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো ৯ জন। এছাড়া, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরো ২৬ জন। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি অবৈধ ছিলো বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম প্যাক প্লাস্টিক নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট শুরু করে আগুন নেভানোর কাজ। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে হতাহত হন অনেকেই।
আগুনে ঘটনাস্থলেই জ্বলে অঙ্গার হন এক শ্রমিক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। চিকিৎসকরা জানান, দগ্ধদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে।