কেরাণীগঞ্জের কর্মহীন মানুষের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে

বুধবার, এপ্রিল ২৯, ২০২০,১০:০২ পূর্বাহ্ণ
0
11

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান প্রক্ষাপটে ঘরে বসে থাকা কেরাণীগঞ্জের দরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে। তাঁদের কাছে পৌছে দেয়া হবে খাদ্য সমগ্রী।

          প্রতিমন্ত্রী গতকাল কেরাণীগঞ্জের তেঘরিয়া ও কুন্ডা এলাকায় তৃতীয় বারের মতো খাদ্য সহায়তা কার্যক্রমের শুরুতে এসব কথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে  দুই দফায় ৫০ হাজার মানুষের মাঝে লক্ষাধিক প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ থেকে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে আবারো ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হলো।

         এই উদ্যোগের সাথে উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে সহায়তার হাত বাড়িয়ে  দেয়ায় ধন্যবাদ জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এই করোনা সংকট মোকাবিলায় সমাজের বিত্তবানদের আরো বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দেয়া উচিৎ। তিনি এ সময় সকলকে হোম কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে