কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে আমদানি করা পেঁয়াজের দাম

বুধবার, আগস্ট ২৮, ২০১৯,১১:০৮ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারত থেকে পেঁয়াজের আমদানি বেড়েছে হিলি স্থলবন্দর দিয়ে। আমদানি করা পেঁয়াজের দাম কমেছে। কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায় আমদানি করা পেঁয়াজ। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান আমদানি বাড়লে দাম আরো কমবে। বিপাকে পড়ছেন পাইকার ও ব্যবসায়ীরা বাজারের এমন অস্থিরতায় পেঁয়াজ কিনতে এসে।

দেশের বেশিরভাগ পেঁয়াজ আমদানি হয় দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে ভারত থেকে। এ বন্দর দিয়ে ঈদের আগে প্রতি সপ্তাহে গড়ে ৫০ থেকে ৬০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হলেও তা অর্ধেকে নেমেছে ঈদের পর। ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। তবে দাম কমায় বেড়েছে পেঁয়াজের আমদানি গেলো সপ্তাহ থেকে চলতি সপ্তাহের মধ্যে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে ভারতের বিভিন্ন রাজ্যে। আগামী দু সপ্তাহের মধ্যে বন্দরে সেই পেঁয়াজ প্রবেশ করলে বাজার স্বাভাবিক হবে। হিলি কাস্টমস জানায়, বন্দরে ১১৯টি ভারতীয় ট্রাকে ২ হাজার ৮৫৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে চলতি সপ্তাহের প্রথম চার কর্মদিবসে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে