কৃষি মন্ত্রীর সাথে কৃষক-খেতমজুর নেতৃবৃন্দের বৈঠক

বুধবার, জুলাই ১৭, ২০১৯,১২:৩২ অপরাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ধানসহ কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রদান নিশ্চিত করা, সাইলো নির্মাণ, খেতমজুরসহ গ্রামীন কৃষিজীবী ও নারীদের পেনশন প্রদানের দাবীতে গত ১৫ জুন ঢাকায় অনুষ্ঠিত কৃষক-খেতমজুর কনভেনশনে গৃহীত ঘোষণা ও দাবিনামা নিয়ে আজ ১৭ জুলাই সচিবালয়ে কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি’র সথে বৈঠক করেন জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মন্ত্রী কৃষক-খেতমজুর নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। আগামীতে সকল কৃষক-খেতমজুর সংগঠনের যৌথ বৈঠকে ব্যবস্থা করবেন- এই আশ্বাস দেন। এবং আগামীতে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হক্কানি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু ও কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে